স্বার্থপরতার অথৈ জলে
যখন আমি ভাসছি
ঠিক তখনই
পাথার জলে তোমার মুখটি দেখছি।


পথটা এমন-
চলতে হবে মরতে হবে
এটাই যখন নিশ্চিত,
তোমার মুখের বোল শুনেই সেদিন,
বুকে পেলাম শক্তি।


ভুলিনি আজো
ভুলিনি তোমার, জ্যোৎস্না ভরা মুখটি
সেই জ্যোৎস্নাতেই পথ চলি আজো
সময় যখন ঘন আধাঁর রাত্রির।


মনে শুধু ভয়!আমার ভুলে,
নষ্টদের বিষ বাতাসে
তোমার ঐ শান্ত নদে
না উঠে আবার-কলঙ্ক,জলের ঢেউ!


তাইতো আমি থেকেছি দূরে,
থাকছি দূরে
কিন্তু তুমি! হৃদয়ে আছো,
থাকবে হৃদয়ে, চিরকালই নিশ্চিত।