মা কাঁদে,শিশু কাঁদে,কাঁদে পাহাড়ি লতাপাতা
সেই সাথে কাঁদে আজ অসহায় মানবতা
মানুষ মারছে মানুষ,দিয়ে ধর্মের দোহায়
কি করে মারে! কি করে পারে!
ধ্বংস আজি জাতীয় নৈতিকতা
তাহলে কি ধরে নিব আমি
ব্যর্থ আজি জাতিসঙ্ঘের জাতিসত্তা।
মানুষ আমরা,আজ আছি কি মানুষ?
যদি হই মানুষ তবে কেন এই দানবতা?
শিশু মেরে,মানুষ মেরে না হই ক্ষ্যান্ত !
করছি আবার নিত্য-মঞ্চটা ঐ লাশ মানবতা!
মন গলে পাষাণের গলে মন হিংস্র জানোয়ারের
গলেনা মন,শুধু খোলস ধারী ঐ শান্তির নাগিনীর
নেই কি নাগিনীর মনে মায়ার কোনই বালাই?
ওরে ডাইনী নাই কিরে তোর কোন শিশু সন্তান?
কখনও কি শুনিস তুই  সন্তানের মা ডাক?
যদি শুনিস! তাহলে কি করে করতে পারিস তুই,
পিতা মাতা হীন,শত সহস্র রোহিঙ্গা শিশু সন্তান।