চলে যায় যা-
তা কি আর কখনো ফিরে!


তবুও অপেক্ষা - প্রতিটি সন্ধ্যায়,
মন খুঁজে ঐ জোঁনাকিদের মাঝে।
চোখ প্রসারিত দূর আকাশের পানে
যদি হটাৎ-
দেখা যায় ঐ সন্ধ্যা তারাদের মাঝে!


ঘুমন্ত শরীরে- সঞ্চারিত করি নিজেকে
যদি দেখা পেয়ে যায়-
সপ্নে আসা ঐ গাংগ চিলদের ঝাঁকে!


যে ভালবাসার খুঁজে-
অবিরাম প্রবাহিত নদীর জল।
আমি প্রতিনিয়ত সাঁতার কাঁটি সেই জলে!


ভালবাসি-
ভালবাসার খোঁজেই আবেগী মনের এই নির্বোধ আচরণ।
নিদ্রাহীন, উড়ে উড়ে-গেয়ে যায় ভবো গান
মনের বাঞ্চা,যদি পৌঁছায়,মাগো-তোমার পানে।