ইদানীং-
এক অদ্ভুত নেশা চেপে বসেছে আমার মধ্যে।
একা একা বসে;তোমার কথা স্মরণ করা।
রাত যত গভীর হয়,নেশার তীব্রতা ততই বাড়তে থাকে।
এ নেশা নয়কো-তোমাকে পাবার,এ নেশা নয়কো- নৈসর্গিক আলিঙ্গনের।


এ নেশা;সে-ই চোখ,সে-ই হাসি,সে-ই মায়াবী মুখের,
যে-ই  হাসি,যে-ই চোখ পঁচিশ বছর আগে করেছিল হরণ,সার্থপরতার তপ্ত বালিতে;উত্তপ্ত আমার মন।


সাক্ষী এ-ই নির্ঘুম রাত,সাক্ষী ঐ ধ্রুব তারা,
হে আমার নিস্পাপ;না বলা প্রেম!
তোমাকে না পাবার কষ্টের চেয়ে,না বলার যন্ত্রণায় আজও অবিরাম ক্ষত বিক্ষত করে আমায়!


বিশ্বাস বিরহী মনে;একদিন হয়তো-
চাঁদের জ্যোৎস্নায় ভর করে,
এই কষ্টের কাহিনী।পৌছবে তোমার কাছে।।