সূর্যটা আজ ভয়ঙ্কর রকম ক্লান্ত
অন্ধকারে ঢেকে গেছে চারিদিক !
তারারা করছে ছুটুছুটি
চাঁদের বুকেও জমেছে অভিমানের মেঘ,
মায়াবী জ্যোৎস্নার বড়ই অভাব !
জীবন একটা ভয়ঙ্কর বাস্তবতা
যদি একটু সুখ দেয়-তো পরক্ষণেই-
দিগুণ কষ্টের জোয়ারে ভাসিয়ে নেয় সব!!
এটাই জীবন আর এসব নিয়েই,থাকতে হবে চলমান!!