হ্যালো চাঁদ!তোমাকেই বলছি!
কাঁচা মাটির ঘর ফেলে,সবুজের সতেজতা-
কামিনী আর বাতাবি লেবুর সুভাস ফেলে
বিহঙ্গটা সে-দিন চলে আসে,
তোমাদের এই,ইট পাথরের শহরে।
যেখানে বাতাস সর্বদাই দুষিত;
সার্থপর মানুষের নিঃশ্বাস-নিঃসৃত দুর্গন্ধে।


আহ! কি নির্মম আত্মচিন্তা!
সার্থপরতার তপ্ত বুলেটে,ছিন্নভিন্ন কচি হৃদয়,
মাঝে মাঝেই দিশাহারা-বিহঙ্গটা সেদিন!
আশ্রয় খুঁজে-নিঃস্বার্থ ঐ চাঁদের বুকে।
নৃশংস,পিচাশ সমাজের,লেলিহান সম জিভ উপেক্ষা করে
দৃপ্ত হৃদয়ে,রজনী নীল,চক্ষু মেলে,প্রেমের অর্ঘ্য সাজায় তপ্ত বুকের মাঝে।


বুজতে পারেনি চাঁদ!
বিহঙ্গ হৃদয়ে,চন্দ্রমল্লিকার ক্ষনিক সুভাস ছড়ায়ে হটাৎ-ই চলে যায় দূরে।
বিহঙ্গ হৃদয় আবারো দিশেহারা-
বিরহ ব্যাথায় নীল, জীবন খুঁজে কাব্যের ভুবনে!!