হে সুহৃদ,শহুরে বন্ধু
সেই প্রথম দেখাতেই
নিয়েছিলে ঠাঁই
গ্রাম্য এই শর্বর কিশোরের,
কুঞ্চিত,তপ্ত হৃদয় মাঝে
কুঞ্চিত হৃদয় আমার
তোমাকে তা পারেনি বলিতে,
বলতে না পারার কষ্টের রোদন,
বারে বারে ঢেউ তুলে ভগ্ন হৃদয়ে!
অবশেষে ঠিকানা খুঁজে মন,
কাব্যের সরোবরে !
শুরু করে কাব্য ভাবনা
ছড়িয়ে দেয় মনের রোদন
কাব্যের ভুবনে।
মনে আশা;কুঁড়িয়ে নিবে তুমি!
রাখবে তোমার হৃদয় মাঝে।