কান পাতলেই শুনি-
ঝড়া পাতার মর্মর ধ্বনি,
হৃদয়ে অমুলক কম্পন-
এই বুজি তুমি এলে।
কিন্তু না!অথচ;
আজও মেঘেরা আসে-
ঝড়ায় বৃষ্টি,শীতল হাওয়া গগন জুড়িয়া।
আসে শীত-
শিশির কণা প্রতিটি ঘাসের ডগায়।
প্রতিবারই ফিরে ফাগুন-
ফুলের সুভাসে মৌ-মৌ চারিদিক।
আজও উঠে চাঁদ-
জ্যোৎস্নায় ভেসে যায় চারিদিক।


কি করে ভুলি-সেই হরিণী পায়ের রুপ!
মরুভূমি হৃদয়-
শুধু আসেনা আমার সে-ই চাঁদনী কন্যা