যে চাঁদের গল্পে-ভরে যাচ্ছে কবিতার খাতা
তা আকাশের ঐ সাধারণ চাঁদ নয়!
সে-ই চাঁদ!যে-ই চাঁদের চাহনিতে,
ছিল না কোন অশ্লীলতা ছিল শুধু রহস্যময় মাদকতা।
সে-ই চাঁদ!যে-ই চাঁদের,
কাশ ফুলের সাধা শুভ্র হাসিতে ঝড়ে পড়তো শুধুই বেলী ফুলের স্নিগ্ধতা।
এই চাঁদের কথায়,
ঝড়ে পড়তো শত সহস্র গোলাপের সোহাগ,
যে সোহাগে মুহুর্তে শীতল!সার্থপরতার অনলে দগ্ধ আমার হৃদয়।
এই চাঁদ-
এই নগরেই বেড়ে উঠা; বহু কাছ থেকে দেখা,ঠিক যেন অন্য এক মায়ার নগরী।
ঠিক যেন;সাগরের শীতলতা ছড়ানো মায়াময় এক জল পরী।


হ্যাঁ!
যে চাঁদের গল্পে-ভরে যাচ্ছে আমার কবিতার খাতা
তা আসলে;পঁচিশ বছর আগের বলতে না পারা এক প্রেমের উপাখ্যান!!