বহতা নদীর মত যে নারী,
শুধু হাতের ছুঁয়ায়
লাজে অপরুপা-
কবিতার মতই নিজ-নির্জনতায়
দিঘির মত-দীঘল চোখ মেলে
জীবন্ত হয়ে উঠে-নাগরিক সত্তায়।।