গ্রাম নয় যেন মৃত্যুপুরী
জল নয় যেন রক্তের স্রুত
নাফ নদিও আজ ক্লান্ত
বহনে লুণ্ঠিত সে মানবতা।


চারিদিকে রক্ত পিপাসুর বিচরণ
দিন রাত অপেক্ষা একটু আশ্রয়
সাম্রাজ্যবাদীর নিরবতা
একত্রিত গুটিকয়েক হায়না।


খোলস ধারী শান্তির নাগিনী
খোলস ছেড়ে...
ধরেছে তাঁর আসল রুপ,
রক্ত পিপাসু সে এক ডাইনী।


চারিদিকে খুনিদের দস্যুতা
আর মজলুমের আহাজারি
নির্যাতিতের কান্নায় ভারি
পাহাড়ের বাতাস আর মাটি
স্তব্ধ আজ বিশ্ব মানবতা।


হে আল্লাহ অদ্বিতীয় আহাদ
নও তুমি কারো মুখাপেক্ষী
নয় কেহ,সমকক্ষ তোমার
তুমিই পারো করতে রক্ষা
ইতিহাসের অবহেলিত,শোষিত
এই রোহিঙ্গা মুসলমান।