জানি;তুমি এখন আর,নেই কুড়িতে,
আমারও কম নয়-পঞ্চাশের সন্নিধানে,
মন কি কখনো সংখ্যা গুনে?
উড়ন্ত মনে এখনও ইচ্ছে জাগে-
চাঁদের সহিত,হারিয়ে যেতে!
মেঘেদের ভেলায় ভেসে,ধূ ধূ প্রান্তর পেরিয়ে,
শহুরে কোলাহল ফেলে-
নাম না জানা,কোন এক অজানা দেশে।
পাহাড়,নদী আর বালুচর পেরিয়ে -
চলতে না পারা ক্লান্ত দুজন;থামবো গিয়ে,
সবুজ ঘাসে ঢাকা;ছোট্ট নদীর তীরে।
সেখানে -
ঘাস ফড়িং এর রঙিন ডানার স্পর্শে,
হারিয়ে যাবো দুজন,অনুরাগের সাগরে!!