যখন গভীর ঘন মেঘ আকাশে  
ঝড়ো বাতাসের তুরে,সাদা বক
পাখা ঝাপটায় ভেজা গগনে
বসতে পারেনা না নিজ বাসায়
মনটা তখন কষ্টে বিমর্ষ হয়
সে বুজে চারপাশ তাঁর ফাঁকা
কেও পাশে নাই,সে অসহায় একা
তবু নিঃশ্বাস চলে, জীবন ভাসায়
ভর করে,অজস্র সৃতির ভেলায়


স্নেহ,প্রেম,ভালবাসা
সেতো প্রতিবারই এসেছে-
স্বার্থপরতার বসন জড়ায়ে!
আশা গুলো মনের তাই-
নিরাশার ধুলায় মিশে!
মানুষ চিনতে-
বিহঙ্গটা প্রতিবারই হয়েছে বোকা
শত হিসাব নিকাশের মাঝে!!