শুনো হে প্রাণ বীণা
তোমাকে ভুলিতে চাই
চেষ্টাও করেছি বারংবার
কিন্তু চলে গেছি পিছুটান
ঠিক ততবার!
হৃদয়ে বেজেছে সেই সুর সেই গান
তালহীন গায়ক আমি,ধরেছি একই সুরে
সেই পুরানো কলে,পুরানো দিনের গান।


সুর যদি নাহি থাকে,ছন্দ কি আর মনে আসে
সখী!কেন এই মনটা কাঁধে শুধুই তোমারই  লাগি
সব ঘৃনা সব অপমান ভুলি
আজও শুধুই খুঁজি সেই হাসি সেই জ্যোতি।


আমার এ শুন্য হাত তাই আজও আছি তুলি
যদি পারো!
তোমার সেই সুধা জলে দিয়ো ভরি
তবেই ফুরাবে তুমিহীনা আমার এ কালোরাত্রি