আমি সময়ের কথা বলছি।
সে-ই সময়ের যখন;
প্রতিটি মুহুর্ত ছিল,হতাশায় মোড়া।
সমাজের চক্ষু বাঁকা!
অনবরত বিদ্ধ হচ্ছিলাম
সার্থপরতার বিষ মাখা তীরে।
এক পাশটা গাঢ় অন্ধকার
অন্য পাশে চাঁদের হাসি।
হ্যাঁ!
চাঁদের মুখের কথায়-ই সেদিন
হৃদয়ে নামে প্রশান্তির বৃষ্টি।
বিশ্বাস ছিল মনে!
অমাবস্যার পরেই আসে পূর্ণিমা
তাইতো অপেক্ষা;
যদি অটুট থাকে সংকল্প
অবারিত হয় সংকুচিত হৃদয়
তবে গহীন অরন্যেও
পৌঁছে যাবে চাঁদের কিরণ।।