শ্রাবণ শেষে বর্ষার শেষ ক্ষণ
তবু্ও বাহিরে শ্রাবণ ধারা!
কর্দমাক্ত পথ ঘাট -
নদীর ধার ধরে বিস্তৃর্ণ কাশবন
জল ছলছল;বিল জুড়ে,
সাধা শাপলার;সুভ্র হাসি।
মন ভরে না !
মন খুঁজে চাঁদের সুভ্রতা;
হৃদয় হরণ করা-সেই শহুরে চাঁদের হাসি।
ভালবাসি,হায়!আজও মন কাদেঁ-
হ্যাঁ শুন;শহুরে চাঁদ!
অপেক্ষায় না থাকলেও-
আজও বেঁচে আছি -
তোমাকে,হৃদয়ে ধারণ করে।।