এসেছিলে তুমি
কিন্তু দেখনি কোন ঝড়
পরেনি তোমার চোখে
এ বুকের অসহায় কম্পন!
দেখেছ শুধু আমার ব্যার্থতা
আর নীরবতার যাবর।


হঠাৎ করেই এসেছিলে তুমি
আকাশে আমার,ঝড়েছিল বৃষ্টি
কিন্তু তুমি দেখনি,ফুটেছিল সেই
তপ্ত বালুতেও শত সহস্র ফুল।


হঠাৎ করেই এসেছিলে তুমি
ঝড়েছিল কিন্তু বৃষ্টি...
পারনি বুজিতে তুমি,
আমার,দৃষ্টি বৃষ্টিতে হয়েছে স্নাত
শতবার......  
তোমার খোঁপার কৃষ্ণ কালো চুল
আর তোমার হরিণী পায়ের রূপ।


হাঁ এছেছিলে তুমি ঝড়েছিল বৃষ্টি
কোন ফাঁকে যে হারিয়েছিলাম সব
তোমাকে তা বলিতে পারিনি।


কিন্তু হঠাৎ  দেখি..
খোঁপায় তোমার  অন্য একটি ফুল
ব্যাকুল এ মন !
তখনই বুজে করেছে সে কি ভুল।
ছিলনা সেতো ভুল,ছিলনাকো নিরবতা!
আসলে সেটা ছিল,সামাজিকতার শূল
যে শূলে উঠে!
হারিয়েছিলাম আমি স্বর্গ শীতল কূল।।