সারাটা শরীর-
অহংকারে মোড়া
অন্তরে শুধুই হিংসার বিষ!


দেখিলে মনে হয়,
কতই না সামাজিক
অন্তরে নেই নৈতিকতার দীক্ষা
পেট ভরা শুধু মিথ্যা আর মতলব্বাজি!


নিজেকেই নিজেরা
মনে মনে ভাবি;মস্ত এক মোড়ল!
আসলে এক একটা;ধূর্ত বেয়াদব
মান্যবরকে করি না মান্য!
মতলব হাসিলে-
নীতিহীনের সাথেই গড়ে তুলি সখ্য।


হে বোকা মন
কখনও কি ভেবেছ একাকী?
মারিলে তুমি!কে হবে কাজী?
কি হবে তোমার আসল সাথী?
কোথায়বা থাকবে এতসব বাড়ি গাড়ি !!
বোকা মন!আছে একজন সর্বজ্ঞ আল্লাহ
সময় থাকতেই খুঁজে নিয়ো;সঠিক ঠিকানা।।