আমি ভাই গাঁয়ের ছেলে
সকাল হবার আগেই
কলার ভেলায় ভেসে,
চলে যেতাম বিলের জলে
তুলে আনতাম সাধা শাপলা
ভেলা ভর্তি করে।


আমি ভাই গাঁয়ের ছেলে
দুপুর হলে পরেই
কলা গাছটা কাধে করে
নেমে যেতাম নদীর জলে
জল-কেলিতাম সারা দুপুর
পারার সব দুষ্টু ছেলে মিলে।


আমি ভাই গাঁয়ের ছেলে
বিকাল হবার আগেই
লাটাই হাতে চলে যেতাম
উত্তর পাড়ার চকে
মনটাও সেদিন উড়ত আমার
সুতোয় বাঁধা ঘুড়ির সাথে সাথে।


এখনো ভাই
সকাল, দুপুর, বিকাল
নিয়ম মত নিত্য দিনই আসে
সুতোয় বাঁধা জীবনরে ভাই
নাচে না আজ, উড়ে না আজ
আগের মত করে।।