দায়িত্ব মানুষকে করেনা চালিত
মানুষই দায়িত্বকে করে নিয়ন্ত্রণ
এর জন্য মানুষকে  হতে হয় শুধু
দায়িত্ববান অথবা দায়িত্বহীন !


কিন্তু সৃতি ! সে কখনোই  
নয় মানুষের ইচ্ছার নিয়ন্ত্রণ
ইচ্ছা করলেও হৃদয় থেকে
মানুষ! তা পারে না মুছিতে
পারে না ভুলে যেতে ।
সুখের সৃতি গুলো দিবে আনন্দ
আর ঠিক তেমনি...
দুঃখের সৃতি ক্রমাগত দিবে দুঃখ ।


আর শুনো জগতের স্বার্থপর মানুষ!
তুমি চাও আর না চাও তোমার দায়িত্বহীনতা
তোমার স্বার্থপরতার তপ্ত সৃতি কোষ?
তোমাকে,তোমার মনকে
কুঁড়ে কুঁড়ে খাবে,ঐ দিন
যেই দিন তুমি হবে,তোমার
নিজ মনন আর চেতনার অধীন।