হতে পারে নির্বাক,
কবিতার খাতা
ধারন করে তা
শত আবেগ শত কথা।


প্রতিটা শব্দের ভাঁজে  
সাজানো থাকে,
মনে মাঝে লুকানো যত
না বলা ক্লেশ, না বলা কথা।


আমারও একটা নদী ছিল,
ছিল  একটা উর্বর প্রান্তর
চারপাশে স্বার্থপর সমাজের
উচ্ছৃঙ্খল;অসংযত আচরণ।


মনের মাঝে স্বপ্ন ছিল
ছিল অনেক আশাবাদ
আশা ছিল প্রান্ত জুড়ে
করবো শুধুই
স্বার্থহীন-প্রেমের আবাদ।


সময় বয়ে চলে
নদীর স্রোতের তালে
সংযত অনুভুতি গুলো
চাপা পরে যায়,
উচ্ছৃঙ্খলতার ভয়ে।