চাঁদ থাকে দূর গগনে,
আর আমি! পথের ধুলো।
সুভাস পাবেনা ভেবে,
ছুড়ে ফেলে দিলে,যে-ই ঘাসফুল।
অন্য একজন কাছে টেনে-
আজও,গোলাপের সুভাসে-ই বিভোর!
কেটে যায় দুঃসময়,
মুছে যায়-অযত্ন,অবহেলার দাগ
কিন্তু ভালবাসা? চিরন্তন চিরদিন
মরে না,মুছে না-চিরকাল হৃদয়ে;অমলিন।
তাইতো আজও
চাঁদের জন্য ভালবাসা;যত্নে লালিত,হৃদয়ের গহীন।