সৃজনশীলতায় অভাবী পরিবার,
অমানবীকতায় অভস্ত,
এদের সন্তান বিকৃ্ত মস্তিষ্কের ,
সমাজের ই অন্তর্গত ।
অকল্পনীয় ব্যর্থ যত চাহিদায়,
উদ্ধত মনভাব ,
বোধগম্যহীন চিন্তন , ওদের
অবৈধ্য সমভাব।
পরিবার গড়ে সমাজ, আর      
সমাজ গড়ে দেশ,
কলুষতায়  নির্বুদ্ধিতায় ,
মানুষ করে  সব শেষ।
নারী নিগৃহ ,ভ্রণ হত্যা,লুটপাট, তোলাবাজ,
সংবাদ মাধ্যমে এদের বিরুদ্ধে তুলছে দেশ আওয়াজ।
স্বাধীন আর পরাধীন এর মাঝে কে নিয়ে গেল গদি?
যানি ! যাদের প্রতি দৃঢ় বিশ্বাস ,
তাদের হাতেই বরবাদি ।
তাই, ওঠ_ জাগো প্রস্তুতি নাও,
ফণা তোল সততার ,
সীতার শীর্ন লতার মত
রাবণ কে কর সংহার।
গর্ভ হতেই শিখবে যখন,
শেখা ও আগে নিজেকে ,
  ভূমিষ্ঠ হয়ে ই মুক্ত বাতাস ছুঁয়ে যায় যেন মনকে