নীলাজ্ঞনা- এক রাতের পরী ,
নিঃসঙ্গতাই তার আত্মা যাপন ।
নিত্য সঙ্গীর সন্ধান হয় ,  
তাদের, নীলাম্বরী বেশ ধারণে ।  
আর্তনাদ করে প্রতিরাত আত্মা অসহায়তার  কবলে ,
দুশ্চরিএ ক্ষুধার্ত কে ক্ষান্ত করে
নিজে বহ্নিশিখায় জব্ললে।।
শুধু প্রভাত যেন প্রবিত্র, বন্ধন মুক্ত
প্রস্ফুটিত ফুলের স্পর্শে ।
পূজায় এক শান্তি আনে ধূপের গন্ধে,
জিইয়ে রাখে জীবন আর মরণে র গভীর সতীত্ব ।
কিন্তু গ্রহের আবর্তন, ফের রাতের সন্ধিক্ষণ
আকর্ষণ করে প্রলভনে মাতায়,
নিত্য নতুন সাজের।।
প্রতিরাতের শাড়ী আলঙ্কার কত বৈচিত্র্যেময়
কিন্তু সব রঙ যেন ডাগর নীল
ন্যায্য প্রাপ্তি আর লুকোচুরি
চলছে সহজেই অহরহ ,
ছিঁড়ে ফেলছে ক্ষুদ্র সম্বল
সম্মান,  অভিমান অসহনীয়এই সহবাসে।  
এই সহবাস চায় সহমরণ
আত্মা আর দেহের,
আর সহেনা আহুতি দেওয়া
প্রেম আর মনের।।
আকুতি করে প্রাণবায়ুদ্বয়,
বাহির পানে যেতে ,
কোন্ দুর্যোগে নির্লিপ্ত নীলাজ্ঞনা
নীল বিষাক্ত জীবনে
নিক্ষেপ করে নিঃশ্বাস কে
নিষিদ্ধ যজ্ঞে ।।