এক ঘর মানুষ আজ পরিচয় পত্রহীন ,
অসময় শয়নে ,নিরবে ভুমির পড়ে ,
বহুদিনের পরে পাওয়া ছুটি র দরুন,
যেন গভীর ঘুমের ঘোড়ে।
এদের মজ্জায় মরচে ধরেছে ,
স্নায়ুর স্পন্দন হয়েছে স্থির ,
রক্ত সঞ্চালনে জমাট বেঁধেছে
সব সাড়  ই অসাড় আর, ধীর ।
আপ্ত্য বাক্য আওড়ানো ফুরোলো ,
উদরে পড়ল খিল ,
গত দিন, আজ এদিন  
কাল সে দিনের আর হবে না মিল ।
দৈত্যের ন্যয় এক লাল জিহ্বা গিলছে খিলির মত ,
দেহের পরিণতি শুধু ভষ্ম , ছাই আর ছাই !
নাভি কেবল  অক্ষ্যত ।
যতনে সাজানো রূপ ,পরিচয়
পড়ে  থাকে অবহেলায় ,
প্রাণ বায়ু হতে আত্মা নাকি
একাকী জ্বলে নিরালায় ।
সব চাওয়া পাওয়া , ভোগ  বাসনার ,
অপূরণের -এক প্রকার  গতি !
নশ্বর দেহ সংঙ্কুচিত হয়ে এলে ই
জীবন কালের ইতি ।
অচ্ছুৎ এর ন্যয় আপনেরা      
দূর হতে দেখে ফিরে ফিরে ,
ধর্ম কর্ম অর্থ , গরিমা –
দেখ! পুড়ছে চূল্লী র ঘরে ।