শৈশব হতে এই খেলনা সবে ,
নানা রঙের সাজায় ,
ভাঙি গড়ি , ফেলি –
আবার পাওয়ার অপেক্ষায় ।
গুছিয়ে রাখা, ভালো রাখা,
যত্ন তার জানিনা,
টুকরো জুড়ে রূপ দি!
তবু নতুনের করি ফের বায়না ।
বড় হই যত চাহিদা হয় শত ,
খেলনা মেলে উন্নত তর –
নিজের থেকে অপরের টাই ,
সর্বদা পছন্দ করি যেন কত !
লাগাম ছাড়া দুরন্ত পনা
দিনদিন সবার বাড়ে ,
সুযোগ বুঝে ,স্বভাব দোষে
একে অপরের টা কাঁড়ে ।
অকালে অকেজো চাবীকাঠি গুলোর
দম ফুঁড়িয়ে যায় ,
খেলনা সে তো নয়কো ফেলনা !
সব ই অবহেলায় গুঁড়িয়ে রয় ।