ভোরের আজানে জাগে কোলকাতা,
শুরু হয় নানা কলরব ,
কোকিলার এ নয় কো কুহুতান ,
ব্যস্ত গাড়ির হর্ন সব।
সর্ব জাতের মানুষের, কলের পাড়ে ভিড়,
জবর দখল করা, এদের বেড়ার জালের নীড় ।
দু পায়ে, কব্জির টানে পুরোনো রিকশাওয়ালা ,
ফুটপাতের দোকান ভাঙা ,হতভাগ্য ফেরিওয়ালা।
কাজের দায়ে গঞ্জের জনের প্রবল আনাগোনা ,
ভোরের ট্রেনে ঠেলাঠেলি , কুৎসিত গজ্ঞনা ।
নিত্য সোরগোল অফিস  যাএির ,
ব্যার্থ সমালোচনা ,
দেশের কি হাল, দশের কি হবে
গভীর পর্যালোচন ।
উচ্চস্বরে দর কষাকষি ,পণ্য নগণ্য , জঘন্য ও ,
যথার বস্তু তথাই পৌঁছায় ,এ শহর হওয়ার জন্য ।
ব্রিটিশেরা হাতাতে চেয়েছিল ,
সোনার শহর ভেবে ,
দেশি জনের বনিবনা না হলে ,
ফের বিদেশী ভাগ বসাবে ।
যত্র তত্র আবর্জনা ,পরিষ্কার যদিও হল !
শহরের গ্লানি সারদা গোষ্টির মত
হাহাকারে ভরে দিল ।
সংস্কৃ্তির সংস্করণের ব্যবসায়
অর্থে রূপসীরা সাজে ,
পূজার উপলক্ষে পারার কেতারা ,
লক্ষ বাজেটে নাচে ।
আগে ছিল ভালো, এখন মন্দ ,
কিছু ই বলা যায় না ,
গঙ্গা তো কোলকাতা তে বয়
শহর পবিত্র কেন হয় না ?