অতি শীর্ণ কায় তুমি ,তোমার বলহীন দেহ,
শীর কেটে খর্বাকৃত নিত্য করিতেছে কেহ।
তোমারে উপড়াইয়া নির্দ্বিধায় ,পদদলিত ,
উদরে হইতেছও ভক্ষণ ,
সবুজ রক্তে  মাখামাখি দেহেরে
করিতেছ সদাই রক্ষণ ।
কত তীব্র বেদনা বুকে বিছাইয়া
গালিচা হইয়া সাজাও ,
না চাহিলেও স্বেচ্ছায় আসিয়া,
সুস্থর এক পোথ্য দাও ।
নিয়ামনু সারে পুষ্প প্তত্রের সাজ,
তোমা বীনা অসম্পূর্ণ ,
দেবতার চরণে তোমারে দিলে
তবেই হয় পূজা সম্পূর্ণ ।
বিধাতার এই সৃষ্টি , হেথায়
কেউ  খণ্ডাইতে পারে !
যাহার যথা যেমন স্থান
নির্ধারিত করেছেন তাঁরে ।


তোমার অবমাননার নেই কোনো জ্বেহাদ
যতই শির কাটুক,
নিজেরে বিলাইয়া,সবুজের সমারোহে ,
চাও ! মানুষ মানুষের মত বাঁচুক ।