বয়ঃসন্ধি ক্ষনের সময় গুলি হয়
বড় মনোরম ,
অশণিসঙ্কেত অজানা পরিবর্তন ,
ব্যপক সরম ।
যৌবন কাল, মনে এক শিহরণ ,
এ সময়ের আকর্ষণ ,
বাঁকা ভুরূর ,স্নিগ্ধ চাওনি ,
নারী সৌন্দর্য এর বিশ্লেসণ ।
শ্লোক জোরা রেঁধে, সান্ধ্য পূবালীতে ,
সারেঙি বাজতো প্রেমের,
সেই মনচোর আজ হারিয়েছে ,
স্যাঁত স্যাঁতে শৈবাল সরণি ঘুরে ।
এ যুগ ছুটছে, কৃত্তিম মিতালী সঙ্ঘ বাঁধেতে ,
বসাবেনা কিন্তু এরা নহ্বাত ,
অভিশপ্ত কলিতে খেলাচ্ছে,প্রেম
মহ্বত আর মহ্বত ।
পিঁপড়ের ডিমের ন্যায় অসংখ্য শয়তান
আনাচে কানাচে ছেয়ে গেছে,
মিষ্টি কে তেঁতো র স্বাদে
তিক্ত করছে ।
এ কেমন হাওয়ায় দুলছি আমরা
হারাচ্ছি সন্তুলন ,
বুকের মধ্যে ধিক ধিক করে জ্বলছে দাবাণল ।
আজ- কামদুনী হতে  দিল্লী র পথে ,
ফুটন্ত লাভা গড়িয়েছে
দাউ দাউ করে ক্ষিপ্ত জনরোষ
বৃতশ্রোদ্ধার জাল বিছাচ্ছে ।
কী ভীষন যন্ত্রণা্য়, কাঁপছে নাড়ী ,
কারা দংশন হানে নারী র?
গর্ভ ধারিণী ,জগৎ পালিনী
ধর্ষিতা শিকারির ।
সম্বিত হৃদয়ে আর কোন দিন
গড়তে পারবেনা মনোবল ,
আপনের দ্বারা প্রতারিত হয় বেশী ,
কেউ রইল না সম্বল !
চোরা বালির  নিচে চাপা পড়ে গেছে
ভালোবাসা ,আবেগ সমূহ ,
নাগপাশের সরীসৃপ,কিলবিল করে
আঁকড়ে ধরছে দেহ ।