শ্রী চরণের কমলেষু মা ,
প্রনাম নেবেন আমার।
কত দিন হল শুনিনি স্বর ফোনে তোমার !
ভেবেছি কথায় লিখবো তোমায়
ধরেছি হাতে কলম ,
পোষ্ট করে পাঠিয়েছি মা-
তোমার ব্যথার মলম ।।
জান ? পোষ্ট অফিসের কাজ নেই !
চাকুরী চলে যাচ্ছে ,
দুঃখ ,সুখের কটা খাতে খাম ,
আর সাজাতে পাচ্ছে ।
ইন্টার নেটের আর ফোনের দৌরত্বে
ভালোবাসার প্রকাশ কই !
সোজা সাপটা ভাষার ,শুধু ভার এখন বোই ।
ফ্যাক্স  কিংবা m.m.s , s.m.s রা ,
লাগছে সুবিধায় ।
তবে আপন জনের হৃদয়ে
পত্রেই ছোঁয়া যায় ।
লেখে কিন্তু সচাক্ষুষ রূপে ,
কাছে পাওয়ার  সমান ,  
কর্কশ বাক্য ও মধুর শোনায় ,
ভাষার এমন বর্ণন ।
তোমার হাতে হাত খড়ি মা-
যান্ত্রিক হব না!
পত্রের ছোঁয়ায় কাছে পেতে চাই মা !
ইতি,তোমার মেয়ে সোনা ।