মাউন্ট এভারেস্ট সেই উচ্চশৃঙ্গ
ভারতের হিমালয়।
তেন্জিং নড়কে ,এডমন হিলারী !
করতে পেরেছিল জয় ।
স্বর্ণাক্ষরে আজও গ্রথিত
দুর্গম সেই আভিজান ,
তাদের পাথেয়  টুসি, ছন্দা রা
করেছে বহু সন্ধান ।
পর্বত আরোহী বিপদ সংকুলে ও
সদা সতর্ক ,
বিধ্বস্তায় নেই গ্রাহ্য ,
অগ্রাহ্য করে সমস্ত বিতর্ক ।
১৩ বছরের মালাবত পূর্ণা ,
অন্ধের কিশোরী মেয়ে ,
২৬ শে মে করল রেকর্ড ,
কনিষ্ঠ এভারেষ্ট জয়ী হয়ে ।
কত সংযোম, কত সংঘাত,কত দুর্গম পারাবার ,
কত সংকেতে কত নিঃপ্রাণ ঘরে ফেরেনি আর ।
তবু চলেছে ব্যপক অনুসন্ধান ,
পাহাড়এর বৃত্ত পরিধি জানার !
প্রকৃ্তির ঐ সৃষ্টি,উৎস কোথায় ?
সাধারণের কাছে তা অজানার ।
প্রকৃ্তি প্রেমির,তুষারে আবৃত,মনোরম সোভা ,
সদাই হাতছানি দেয় ,
শত যন্ত্রণা অতিক্রম করে ও
পাহাড়ে পাড়ি দেয় ।