কবিতা লেখে! ৮ বছরের ছোট্ট কমলিনী
আজ মন তার বেজায় বিষণ্ণ ,
বাবা –কলম কিনে দেন নি ।
দাদার পরে দিদি, তার পর কমলিনী
মায়ের কোলে ছোট্ট বোন,আদরের সুহাসিনী ।
স্বল্প সুখে ও বাবা মোদের,স্বপ্ন দেখাতেন,
জীবনের কোনটি ভালোমন্দ সঠিক বোঝাতেন ।
৫ হাজারের চাকুরীটা - হঠাৎ চলে গেল !
মাথার ব্যথায় সেলাইটা মা বন্ধ করে দিল।
দিনান্তে ফুরায় অন্ন তবু আছে খুশি ,
সব অভাবই কম মনে হয়
দেখে বোনের হাসি ।
মেয়ে বলে অবহেলায় কখন রাখেন নি,
মাথা উঁচু  করে বাঁচতে শেখান, নত হতে বলেন নি।
পড়তে চাই লিখতে চাই, খাটতে চাই আরো ,
ভয় করে শুধু বড় হতে !বাহিরের জগৎ টা যে বড়ো।
মায়ের একদিন কঠিন অসুখ –
সব শেষ হয়ে গেল
দিদি দাদা পেটের দায়ে ,কাজে নেমে পড়ল ।
নানা চিন্তায় বাবা একদিন,কোথায় হারিয়ে গেলেন !
আমাদের জীবন টা ভগবান, নিঃস্ব করে দিলেন।
মন্দ দিনে নেই বন্ধু ,বড় মোরা একা ,
চলাই  যেন থমকে গেল,
শান্তি কেঁড়ে নিল টাকা।
খালি পেটে আর কবিতা ,জানি হবেনা লেখা !
ভালো শিক্ষা কত যে সুখের-
আর হবে না শেখা।
ঘাত প্রতিঘাতে জীবনী লেখা রইল অসম্পূর্ণ !
টাকা ভগবান যদি দেন দেখা তবেই হবে সব পূর্ণ ।