অবশেষে তোমায় পেলাম ।
পঁচিশ টা বছর ঘুরে দারাবেনা জানি !
অনেক শোক বুকে মোতায়েন  মানি !                                                  
তীর্যক মন্তব্য উপেক্ষা করে- তোমায় , পেলাম।
যদি সেদিন পেতাম!
কত সখের জীবন টি কে,বৈচিএময় করে দিতেপারতাম !  
আল্যাদের প্রশ্রয় মেনে,আব্দারের চাহিদায় ভ-ড়ে  দিতাম ।
সন্ধানী দৃষ্টি ,করেছিল অবতরণ !
দিশাহারা, অন্তহীন দিক জ্ঞান হীন –শূন্যতায়                                                      
তবু সয়নি,  কোন ই  উৎঘট এ মন ।
কত সান্তনা ,কত প্রেরণায়, কত লাঞ্চনার আত্মগোপনতায় ,
দুর্ভিক্ষের ন্যয় বূভূক্ষ হৃদয়
হাহাকার করে বাঁচার- একটু শুধু মমতায় ।
কি সুদূর প্রতিক্ষায়,
সময়ের মাপকাটি ধরে
ভাগ্যের ই অপেক্ষায় ।
কেন করে ছিলে দেরি?
কেন জিইয়ে রেখেছিলে,বিস্তর অপেক্ষায় ?
অবশেষে যখন পেলাম
আরো আগে পেলে !
সব ক –টি সুখ পেয়ে যেতাম।
প্রেম ,বিবাহের পরিণতির রূপ
তাকে দি এক নান্দনিক  সরূপ ।
কত আপন  হারা হয় কাজ ,কার্যত !
সেই বেদনাই বড় রয় মনে মূলত ।
তোমায় পাওয়ার অধীর বেদনা
প্রেম-সত্যি ই এক সাধনা ।