তোমাতেই  মরণ বাঁচন ,
দেহ কল কব্জা চলে,
তোমা বহনে ব্যর্থ হলে
জীবন অথৈ সাগর তলে।
ভ্যাস্কুলার সংকোচনে
প্রাণায়ামে বায়ু ভোড়ে ,
হৃদ যন্তের স্নায়ুবিক ক্রিয়ায়
তরল কে সরল করে ।
কত বাইপাস,প্রেসমেকারে  
প্রতিক্রিয়ার পর্যবেক্ষণ চলে ।
উষধে শরীরী বায়োডাইভারসিটিতে
ফুসফুস ধুকেধুকে, কথা বলে।
হলে বন্য,মৃত্যু আসন্ন  
দয়া দাক্ষিণ্য না জানে !
বিশয় আশয়
স্ট্যাটাস, ফ্যান্টাসি
অক্সিজেনের দয়ায় টানে ।
নিঃশ্বাসের কোনো নেই বিশ্বাস
আশ্বাসে শুধু বাঁচে !
একটা ট্রিটমেন্ট ভুল  যদি হয়
কফিনের ,মানাবে ছাঁচে ।