তিমির গেল সবে !
ভাদ্র এসে দোর খুলে দেয়,
আশ্বিন এখন রবে ।
তপন যেন জাগতে না জাগতে,
শিশিরের মন  ভেঙে !
ঊষার সাথে প্রত্যহ দেখা-
তাই- ভাবেই, ওঠে রেঙে ।
উদার মনে সমীরণ কে ,জড়িয়ে ধরি বুকে!
হৃদ কমলে আনন্দ  শিহরণ ,
উজ্জল খুশীর মুখে ।
সঞ্জীব অরণ্য  সেজেছে  আসরে ,
ধরিত্রী র ,নাট্য পালায় ,
আম্রপালি রা সুভাস বাসর,  
চিত্রাঞ্জলি সঙ্গিত চালায় ।
নয়নভিরাম নয়ন তারা,      
কেমন- ভাব, জমেছে ।
কোকিল ময়না হাঁক ছেড়ে, কাকে কী- জানাচ্ছে?  
কল্পনা  এ, সব সত্য- আনন্দ, ধরায় আসছে!
অজ্ঞলি আজ নিবেদনে হেতু,
সাজাছে  প্রেম পত্র !
যে দেব চড়ে আসছে রথে
শান্তি মেলাবে তাদের গোত্র ।
সোনালী শোভা ,মুগ্ধ সুষমা
শরৎ আমন্ত্রণে  ,
সন্ধ্যা ,শশী ,তারা আকাশ
সকল কে রাখি  নিয়ন্ত্রণে।
সতী দেবী মহালয়া র দিন অপেক্ষায়- থাকেন ,
বৈঠকেতে এই সব্বাই র নাম- উল্লেখ করেন ।
যে যে ব্যক্তি তাঁর আহ্ববাণে হয়েছে ভীষণ মত্ত ,
রুপালী উপহার সবাই কে দেবেন , যারা তাঁর ভক্ত ।