এখন অতি সন্তর্পণে চলার এল ধূম
শিথিল হয়েছে দেহ,নেমেছে পলকে ঘুম ।
হালকা বুক,মন  পবনে,পালকের সুখ
শান্ত মুখ ,নিশ্চিন্তে্‌ ,মিটছে পেটের ভূখ ।
নির্ভরতা ,দায়িত্বের বোঝা সর্বদা –বিরক্ত,
অবচেতনে ,সুখের হাট, স্বপ্ন দেখায় মত্ত।
যন্ত্রণা রা দেয় মন্ত্রণা, ব্যথার হয় পোস্টমোরটম্ ,
আগামী সংকেত ,মস্তিষ্কে জ্যম, উদ্ধারের চাই বোটম।
যত বেশি পাই , ততো বেশি চাই চাহিদা দেয় ক্লেশ,
বিপদ অস্ত্র, ক্ষেপনের সমান, হানলে ই সব শেষ ।
চিন্তার অবসান,ঘুমের ঘোরে, ভালো বোধ জাগায় ,
তৃপ্তি র নেশা বিশ্রামের পর, যেন- নতুন প্রেরণা জোগায় ।