অধরে ফুটল ধ্বনি      মৌন ভঙ্গ হলেন তিনি ,
                অনবরত কৃষ্ণ গুণগান!
আঁখি মুদেই রয়          ভক্তি গীতী গায়,
              অশ্রু সিক্ত নয়ন ।।
শ্রী চৈতন্য মহাপ্রভূ        কৃষ্ণ বিনা কভু ,
               নেন নি কাঁরও নাম।
বৃথা সংসারে আসি   অকর্মে জান নি ভাসি ,
              ধরেন মানুষের লাগাম ।
ভক্তি মার্গ ধরান       প্রেমে বিশ্বাস করান ,
             লওয়ান হরে কৃষ্ণ নাম ,
জাতির ঊদ্ধারে জীব    মনুষ্য রূপী শিব
            সেবায়  সার্থক পুন্য কাম ।।
শ্রী চৈতন্য চরিতামৃত    ভাব সাগেরর সুধা, অমৃত ,
                   পুলকিত করে অধ্যায়ন ,
এমন মনুষ্য জনম         ভরো  পুন্য করম ,
                    ভক্তি ই মুক্তির সাধন ।।
কৃষ্ণ ভজন বিনা            গৌ্রাঙ্গ হন আনমনা ,
                   সেই তো সব কেবল !
বৈকুন্ঠ ধাম চাও!           মনেরে আগে,বোঝাও,
                কোথায়  জীবের মনবল ?
প্রভু দূত পাঠান               সকলেরে  শুধরান,
                 কৃপায় রাখেন অনুক্ষণ ।
অন্ধকার ঘোচাও           দুঃখ  সবের মোচাও ,
                হরিনাম  গাও সর্বক্ষণ ।।