বাজে যে বীণা ,হৃদের সে- তারে ,
সুরের ঝর্না বয় ,ভাবের সে সুরে ।
গাইব কি গান-কোন সে ভাষায় !
ব্যকুল হৃদি পদ্ম ভরা , শুধু ই ব্যথায় ।
মন্ত্র সাধনা পাঠ যাই ই শিখেছি ,
তোমার আরাধনায় তাতেই মেতে-ছি।
কি-ত্রুটি পেলে, মোর ধ্যনে ?
কেন ফেরাও বারে সংসার জ্ঞানে !
জীবন মোহ  ভবে ,যাই  দেখলাম !
অপাত্রে দান,ব্যথিত,কিছু না পেলাম।
তবু মিছে ,করি সম্পর্কের বপন-,
বোঝাও, মায়ায় বাঁধাও ,এরাই আপন!
সংসারি হয়ে ,চাও –ভজন সাধন নিতে,
এ যে কঠিন ব্রত দেখি? তোমায় পেতে!
সব ভার লয়ে ,পারিনা পূজতে,
এ ভাবে জীবন যাবে ,জানি তোমায় খুঁজতে !
কত ভাবের ভাষায় ,রোজ সুরে বাঁধি,
শোনাতে গান ,মধুর সেতারে সাধি ,
এ জীবনে পাই,যা, তা তোমার কৃপায়,
এখন ও লিখছি, শিখছি,সব তোমার দয়ায় ।
হৃষ্ট মনে সব , তোমায় হোক   সমর্পণ,
পূজার প্রকৃত বিধি করি যেন  নিবেদন।।