যখন অভাব রয় !
             তখন কদর দেয়,
সব পাওয়ার পূর্ণতায়,
             দ্বিধাহীন কার্পন্যতায় ।
আমাদের যা ভালো ,
              স্বামীর ঘরে তা আলো ।
পিত্রালয়ে নারীরা, নেন বনবাস-,
             শশুরা লয়ে ,তারি হয় কারাবাস।
প্রসবে মাত্রায় বেশ ,মাপে দক্ষতা,
                  কোনো ত্রুটি পেলে,মাপে অযোগ্যতা ।
নিয়ম মাফিক নারীর,চলাই জীবন,
                  স্বদ ইচ্ছা গুলি রাখা, আত্ম গোপন ।
পর নারীর গুনে, প্রাণ ওষ্ঠা গত ,
                    সুনাম না করা, চীর প্রথাগত ।
সন্তান লালনে, শরীর যেন শয্যাশায়ী !
                    পরিচারিকার মত করবে,তাদের দায়ী ।
প্রেমের প্রকাশে, নাকী? সম্মান হানি!
                        আয়ত্তের কুপকাতে মেলে ,সম্মান -জানি !
বিচার বিশ্লেষণে নারীরা, করে আইঢাই ,
                       মূর্খতার আলচ্চে এলে, দেবে ধোলাই !
নারীর অনুপ্রবেশে ,আসে যদি –ধন !
                         কমলা রূপী মান্য দেবেন, গুরুজন ।
সমালোচনার শীর্ষে ,বাপের বাড়ীর শিক্ষা ,
                                 মাথানত পছন্দ,ভদ্রতার করো ভিক্ষা ।
তবু করবে বিয়ে !যাবে স্বামীর গৃহে ,
সোহাগ করে দেবে নাম-
                                   তুমি আমার চাঁদ ।।