কাব্য সন্মেলনের, লেগেছে ঢে-উ ,
সন্তরণে নামছে কেউ ,কেউ।  
ধুলোবালি গাড়ির ধোঁয়ায়,
রবীন্দ্রনাথ কে খুঁজে বেড়ায়-।
নন্দন, রবীন্দ্র সরবস, কিম্বা রবীন্দ্র সদন!
শিলা, নিলা,ভূবন,সুমন- ,
এরা নামী ! কবি এখন ।
আধুনিকতায় , লিখন – কড়া,  
বেঁকা ভাষ্যে পুরূ ভরা ।
সমালোচনা পেতে নারাজ ,
সমিয়তা, করেছে খারাজ ।
পাণ্ডুলিপির পাতা চুরি ,
হারাচ্ছে, সব উত্তরসূরি ।
শ্রীকান্ত র লেখা,বড় শান্ত ,
আনন্দ দাসেরটা ,-পুরো ভ্রান্ত ।
কথার  জুড়িতে ,মস্তিষ্ক অবশ ,
এ ভাবে বাড়ছে দুরন্ত সাহস ।
লেখার একটা বিশাল হাওয়া,
কে কোথায় ছিটকায় !যাবে কি পাওয়া ?
তাদের লেখা, জীবন্মূখি!
বিখ্যাতদের কী, মরণ মূখি ?
দিতে পারচ্ছিনা,এদের উত্তর !
সাহিত্য বাঁচাও, এবার সত্তর ।
সবার নিয়ে শুধু ব্যঙ্গ ,
উপহাস্যের উঠছে তরঙ্গ ।
যে জ্ঞান তাঁদের পেয়েছি ভবে ,
তাঁদের অসম্মান সই কি ভাবে ?
কবির নামের হয়না উচ্চারণ ,
সহ্য করি নবীণদের ব্যকারণ ।