গুরু রি কৃপা বলে , দিক্ষা পেলাম ,
কর্মের মোক্ষ সুখে মেতে গেলাম ।
গুরু বিনা জীবন বৃথা
লক্ষ ভ্রষ্ট হয় ।
গুরু মন্ত্র, পালনে ই ধর্মে ,
ব্রতি হতে হয় ।
সার্থক জনম তার যে ,
তাঁর কৃপা পায় ,
গুরু না ভজিলে পড়ে  ,
পাতালে সে ধায় ।
আধারী মালায় গাঁথা ,
ভজনার নাম ,
ঈশ্বর বিরাজেন সেথায় ,
ভজন যার কাম ।
জন্মে  কে কি করলে ?
প্রত্যহি ভান?
খেয়ে আর নিয়ে গেলে ?
দেবে অঘোরে ,অন্তে প্রাণ!
দেওয়া নাওয়া, রবে পোরে ,
কিছুই ,কারো না !
বার্ধক্যে স্মৃতি ভ্রষ্ট ,
আর দেরি কোরো না ।।