যখন তর্কে নামি ,দইের ফোঁটা আঁকি !
জ্ঞান বৃদ্ধে র তিলক কেটে,  বিষয়ে তাক ঝাঁকি ।
সাহসী মনবল ! চির পরীক্ষার্থী মত ,হই মন সংযমী ,
বিদ্রোহ মিছিলে ,কোন ভীত পক্ত ?কারা বেশী উদ্দমী ?
আইনি দুরাচার ,শিক্ষকের বিচার সর্বত্রই অনাচার !
অন্যায়ের বিরুদ্ধীতায় , ছাত্রদেরজোটে -পুলিশী কারাগার ।
বহিরাগত আক্ষা দেয় ,যদি ,আপন কে রক্ষা করো ,
জেদের  বশবর্তী ,যুব সমাজ ,করছে সকল কে জড়ো ।
শীঘ্রই  সমাধান ,অসমর্পিত !তীব্র, দীর্ঘ যন্ত্রণার -!
সুব্যবস্থায় যাদের মোতায়েন, তারাই নির্বিকার ।
হালে ঘটল,ছাত্রি ধর্ষণ, উপাচার্যই নাকি, নিরুপায় !
শিক্ষা ক্ষেত্রে ই যদি ,এই দুর্ব্যবহার ,দেশটাই –অসহায় ।
নবজাগরণ ,উন্তত মনন ,কত বাক্যের ব্যবহার ?
বড় রাই যত করছে ছয় নয় ভুগ্নতি, বাড়ে সবার !
এ তর্ক, চলবে বইকি ,থামার নেই উপায় !
শুধরানোর কেঁউ করে না প্রচেষ্টা ,চলবে- রেলায় ।
সুস্থ জনের এই অভিমত , রুকবেনা বিক্ষোভ মিছিল !
“আমাদের দাবী মানতে হবে” ,না হলে- স্বসস্ত্রে হবে সামিল ।
এ সমাজে যা চলছে  কি নির্দয় এক পরিহাস ,
খদিত হচ্ছে নির্মম , প্রতিনিয়ত,  দুঃখের ইতিহাস ।।