মহিষাসুর মর্দিনী রূপে দুর্গা ,
              আস মা তুমি ধরায় ,
আসুরী শক্তি বিনাশ হেতু ,
          বিঘ্ন দূরিভূত করায়।
ত্রিনয়নী ত্রিভুবন পালিনী ,
              ত্রিশূল ধারিণী মাতা ,
শিবের কান্তা স্নেহময়ী সতী ,
                 কল্যাণ প্রার্থীর  দাতা ।
তোমার স্বর্ণময়ী শুভ্র সোভা ,
                 দেখার অধীর, আগ্রহ !
আয়ত আঁখির , তীব্র জ্যোতি ,
                    যেন জাগ্রত এক বিগ্রহ ।
ব্রম্ভ সাযুজ্য মুক্তি লাভের
           উপাসনায় হয়ই ব্রতী ,
বেদনার নিবৃত্তি ,মর্তে তোমার ,
              পূজার নেই বিরতি ।
দশমীর ঘণ্টা ,ঢাকের তালে ,
                 বেদনার সুর ঝড়ে ,
আরাধনার দিও মা সুযোগ ,
               আবার  আসছে  বছরে ।