উন্মুক্ত দুয়ার- চৌকাট কেবল তোমার ,
পদস্পর্শ পাওয়ার অপেক্ষা ,
চতুর্দিক –সুসজ্জিত ফুলের সুবাস ,
কোরনা যেন উপেক্ষা !
ঘরকুনো মন –পাখনামেলেছে তেপান্তরে ,
কিন্তু দিগন্ত সীমার বহর কম !
এই বয়সে- আঁকড়ে ধরার প্রবল প্রবণতা ,
জানি ফুরাবে শ্বাসের  দম ।
নতুন ভাষা-আওরাচ্ছি  ভালোত্বের ত্বরে,
গুরুত্ব যদি একটু দাও ,
অভিভুত-হতে চলেছি, যদি জড়িয়ে ধরো !
আগের মত কাছে চাও !
বৃদ্ধাশ্রমে – কুড়ি টা বছর পার হওয়া ,
জীবিকার এক নতুন অধ্যায় ,
সত্য ব্রত –এক মাত্র সন্তান হওয়ায় ,
রাখেনি কিন্তু অশ্রদ্ধায় !
বিনিময়- দিয়েছিল ,প্রচুর ফল উপহার ,
ভরিয়ে দিত চিকিৎসায় ,
সুনাম- সকলের মুখে ঘুরে ফিরত ,
সঙ্গীরা বসত বচসায় ।
সুদীন – আসছে ভেবে তোমার প্রতীক্ষা ,
কারো কথায় কান দি না !  
সন্তান – বলবে ছেড়ে থাকতে পারছি না !
কোলে মাথা, রাখতে দাও মা ।  
বাস্তব – সে বড় কঠিনের সমন্নয়  ,
মায়াদেবী বাঁধন  সে মুক্ত ,
আসস্ত – মন আবেগে কল্পনা করে ,  
তাঁর প্রতি শ্রদ্ধাটা হয়ত সুপ্ত ।    
স্নেহ – অবিভাবকের সন্তানে সীমি্ত ,
স্লপে তাঁদের খুশি ,
মমতা – দিয়ে কষ্ট দূরীভূত হোক
বজায় থাকুক হাসি ।
শেষ – ইচ্ছা সকলকের সাথে কাটানো ,
সে নেবে বলে ছিলে !
বৃদ্ধাশ্রম – পাঠিয়ে ছিল ভাল রাখতে  ,
ভাল আমার ছেলে ,
পরিশ্রম –  কাছে যদি রাখো মা কে ,
কি করে দেবে ফেলে !
বহু কাল – পর কথা ছিল আসার,
আমায় নিয়ে যাবে ,
আশায় – আসার দিন ফুরাবে কি শেষে !
মূর্ছা  কি যাবো তবে !!!