দেয়াল বেঁয়ে শিকরের উঁকি -,
নির্মল প্রাণের সঞ্চার,
শেওলায় মেলে ব্যঙের ছাতা  -,
সোঁদা ঘ্রাণে ঝোপঝাড় ।
প্রভাতে জবার রক্তিম সাজ ,
নববধূ রূপে  মানায়!
এত মাধুর্যের অচল গতি ,
আবদ্ধ প্রানের মায়ায়!
বিক্লঙ্গের ব্যহত সৌকর্য -
ফিকে জীবনের জলছবি ,
ঐন্দ্রজালিক মায়ার খেলায় ,
মূর্ত প্রানের মুলতুবী ।