টুকটুকে এই লাল গোলাপ টি ,
                 প্রিয় জন কে ই দিতে চাই !
বন্ধ চোখে যার মুখ ভাসে ,
                    সে তো আমার দিদিভাই ।
পরলোকে গেলেন বাবা চলে ,
                       দিদিভাই নিলেন সব ,ভার ,
বাবার স্নেহের হয়নি অভাব ,
                          আদরের ছিলাম তার ।
না চাইতে দিয়ে দিতেন ,
                           যা  যা মন চায় ,
যত ব্যথা থাকুক না মনে ,
                           সদা আনন্দে ভরায় ।
প্রেরণার তার কমতি ছিল না ,
                            উৎসাহ দিয়ে ভরাতেন ,
ভালো কাজের সুখ্যাতি করে ,
                               মনের শক্তি বাড়াতেন ।
কত আবদার মানাতে বাধ্য ,
                               করেছি দুর্ব্যবহার ,
এতটুকু রাগ রাখেনি মনে ,
                              শিখেছি  সদব্যবহার ।
বুদ্ধিতার নয়কো প্রকট ,
                           হৃদয় তার ভালো ,
সকলের জন্য করে মঙ্গল ,
                     এ  রমণী ঘরের আলো !
তাকে ব্যথা পারবো না দিতে ,
                     যদিও , জ্বালাই প্রচুর !
ভালোবাসায় ভরিয়ে দিয়ে,
                    কাটাতে চাই বহুদূর ।