সীসার তৈরী রাজ পথ ,
                চোরা পথে যত বিধর্মা ,
ভেঙচি কাটে অসতের দল ,
                   ছেয়ে গেছে বিনামা ।
ত্রিফলা আলোয় শহর আলোকিত ,
                      হচ্ছে না রহস্য ভেদ ,
চায়াছবির পাঁক অপ্রকাশিত ,
                      পরিচালনায় রয়েছে ছেঁদ  ।
নগ্ন ভূষণ শয্যায় মাখামাখি ,
                        অবৈ্ধ্য শিহরণে দেশ ,
পরিকল্পিত করে ভাগাভাগি,
                          অপথ্য বাড়ায় ক্লেশ ।
আধ্যাত্ব বোধ অনায়াত্ত ,
                          ক্রমাগত পরিণত, আদিমে ,
তীক্ষ্ণ বুদ্ধির ই সর্বনাশা ,
                               ব্যবিচারী বারছে ক্রমে ।
কারা বাঁচায় দোষীদের ?
                               কারা বেশি উত্তর দায়ী ?
ভারতে ছড়িয়ে মাকড়শার জাল !
                          কাউকে করবো না দায়ী ।
অপেরর উপর দোষারোপ ,
                         নিজেকে বানায় সাধু ,
দেশেই দোষী বহালতবিয়তে ,
                         আইন মাছি তারায় শুধু ।