এই তো তোমার আনন্দ -,
অনেকের তা  নিরানন্দ !
বলনি- কিন্তু মন্দ !
যারা ভোলা নন্দ-
সত্যি ভারি অপছন্দ।  
তাই তো? বাঁধে দন্ধ !
অবুঝেরা সব অন্ধ -
তোমাকে রাখবে বন্ধ ।
ভাঙবে বলিষ্ঠ ছন্দ !  
তুমি করছো পণ্ড,
ইমারত ভেঙে বিখন্ড !
অন্যায়ের লন্ড ভন্ড ।
লিখনি হাতের দন্ড !
যাবে কোথায় ভণ্ড ?