সুদীর্ঘ প্রতীক্ষায় অন্তরঙ্গ দুলুনি তে ,
                    বইছে বাতায়ন –
আলতু ছোঁয়ায় প্রাণ স্পন্দনে বয়
                      মন্দ্র সমীরণ ।
সহসা ধেয়ে এল, বর্বর ধোঁয়ায় ,
                  কাল বিস্ফোরণ ?
বিষাক্ত বোমায় ছিন্ন বিছিন্ন দেহে ,
                      লাল আস্তরণ !
ভ্রষ্ট  লক্ষে  অসহায়তার কবলে ,
                     মরে- সাধারণ ,
অজাত, অনামা, দেশদ্রোহী - গণ ,
                    বিঘ্নেরই কারণ ।
অপরিণত  শিক্ষার  নিষ্ক্রিয়তায় ,  
                   ম্লান-  দূরীকরণ !
প্রত্যহ সংবাদ - বোমায় করল ফের
                          প্রাণ হরণ ।
শিশুর আত্নঙ্কে প্রাণ জর্জরিত,সদা -
                    ভীতির সঞ্চারন !
ঘরের বাহিরে যারা,ফিরবে কি সকলে ?
                      দুশ্চিন্তায়- বাঁচন !
ইতিহাস – মূলত জ্ঞানের বিকাশে ,
                         করে- আহরণ ,
বর্তমান-  যে ,অতীত হতে আগত –
                        ব্যর্থ আসাদন !
নর নারীর আকুতি মিনতি ,
                    থামাও- ভ্রষ্টাচারণ ,  
‘আমরা চাইছি মুক্ত বাতাবরণে ,
                    সুস্থ সবল  জীবন ।