আসমানি রঙ গায়ে মাখিয়ে ,
কপোত কপোতীর দল          সূর্য স্নানে মত্ত সকল
                    আনন্দে উড়ছে গা ভাসিয়ে ।
                    মুক্ত আকাশে, গাছের ফোঁকরে  
ঝিলেরে মাছ রেঁধে               গুছিয়ে রাখবে বেঁধে
                   মুঠোয় সুখ নিয়ে  এরা ফেরে ।
                    প্রকৃতি স্বাদ বিসাদে মিশচ্ছে ,
ঋতুর রীতি হারাচ্ছে         বনের গীতি শব্দে মিশচ্ছে  
                 বহু রঙ্গে,মাধুর্য হারিয়ে যাচ্ছে ।
                  বলাকা আর মাছরাঙা ভাবে !
ঝিলের জলে এসে          ভিন্ন প্রজাতী বসে                                                    
                    আমাদের ঝিল দখল হবে        
                     সুরক্ষায় থাকার চিন্তায় !
ব্যস্ত পাখির সংসার            হয়ে যাচ্ছে সব ফেরার !  
                  নীড় গড়বে কোথায় ?
                   মুক্ত আকাশ ও ছুঁচ্ছে ইমারত !
বৃক্ষ রোপণ হচ্ছে               লেকে লোক ই এসে বসচ্ছে !
                    প্রকৃতি রক্ষা ই এখন কসরত !
                     পাখির ছোট্ট নিষ্পাপ জান ,
খুঁজছে শান্ত স্থান                  নিরিবিলি গাইবে গান
                     এরা ই শান্তি করে প্রদান ।